“অঙ্গনা”র আয়োজনে মেকআপ আর্টিস্টদের প্রশিক্ষণ ও সনদ বিতরণ

নতুন প্রজন্মের মেকআপ আর্টিস্টদের পেশাগত দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে “অঙ্গনা বিউটি অ্যান্ড স্মার্ট লাইফস্টাইল”।
রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর মিরপুর-১০ এর মধুমিতা কনভেনশন হলে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। মেকআপ শিল্পের নানাদিক তুলে ধরার পাশাপাশি অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এ আয়োজনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব ফয়জুল হক। তিনি বলেন, “তরুণরাই জাতির শক্তি। ৫ আগস্ট আমরা দেখেছি তাদের ঐক্য, যেমনটি ছিল ১৯৭১ সালেও। মেকআপ কেবল সাজ নয়, এটি এক ধরনের শিল্প—যা মানুষের সৌন্দর্য ও আত্মবিশ্বাস প্রকাশে সহায়ক।”
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, অঙ্গনার এ উদ্যোগ থেকে তারা আধুনিক ও বাস্তবভিত্তিক বিভিন্ন কৌশল শিখেছেন, যা তাদের কর্মজীবনে কাজে আসবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। একইসঙ্গে অতিথিদের সম্মাননাও প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঙ্গনা বিউটি অ্যান্ড স্মার্ট লাইফস্টাইল-এর চেয়ারম্যান জনাবা তাসনীম আমিন শাহীন।
What's Your Reaction?






