অনাথ শিশুদের মাঝে শীতের উষ্ণতা ছড়ালো সমাজসেবা অধিদপ্তর

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Mar 9, 2025 - 16:30
 0  8
অনাথ শিশুদের মাঝে শীতের উষ্ণতা ছড়ালো সমাজসেবা অধিদপ্তর

বান্দরবানের থানচি উপজেলার দুইটি ইউনিয়নের চারটি অনাথ ও এতিম শিশুদের প্রতিষ্ঠানকে শীতবস্ত্র সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার, ৯ মার্চ সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের আওতায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মোট ৭০টি কম্বল এবং ৪০টি শিশুদের হুডি বিতরণ করা হয়। শীতার্ত শিশুদের উষ্ণতা দিতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ:দা:) তানবির হাসান, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, অনাথ শিশুদের বাতিঘর 'করুণাশিশু সদন'-এর পরিচালক ও উপজেলার ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক উ. গাইন্ডামালা মহাথের, 'মৈত্রি শিশু সদন'-এর পরিচালক উ. ইউসারা ভিক্ষু, এতিম শিশুদের কুরআন শিক্ষা প্রতিষ্ঠান 'মা-আরিফুল কুরআন মাদ্রাসা'-এর পরিচালক মাওলানা জুবাইর আহম্মদ এবং ম্রো ভাষা শিক্ষা প্রতিষ্ঠান 'আশার আলো শিশু সদন'-এর পরিচালক মাংসার ম্রো। এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে থানচি উপজেলার অনাথ ও এতিম শিশুদের শীতের কষ্ট কিছুটা লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। সমাজসেবা অধিদপ্তর ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow