অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর মানববন্ধন

রংপুরের মিঠাপুকুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (৬ এপ্রিল) দুপুরে রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় একটি প্রভাবশালী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেংমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিয়ার রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা দাবি করেন, বিভিন্ন ভাতাভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। পূর্ব শত্রুতার জেরে ওই চক্রটি দীর্ঘদিন ধরে আতিয়ার রহমানকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, “মেম্বার নির্বাচিত হওয়ার আগের কিছু ব্যক্তিগত লেনদেনকে কেন্দ্র করে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
আরেক বাসিন্দা আতোয়ার রহমান বলেন, “আতিয়ার মেম্বার আমার স্ত্রীর মাতৃত্বকালীন ভাতা নিশ্চিত করেছেন। অথচ তিনি বিনিময়ে একটি টাকাও নেননি। এমন একজন সৎ জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচার সত্যিই দুঃখজনক।”
ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, “আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমার পক্ষে মানববন্ধনে অংশ নিয়েছে। আমি যদি দোষী হতাম, জনগণ কখনোই আমার পাশে দাঁড়াত না। আমি জনগণের সেবা করতে এসেছি, আগামীতেও সেভাবেই কাজ করে যাব।”
এলাকাবাসীর এমন প্রতিবাদে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
What's Your Reaction?






