অপহরণের পর জ্যান্ত কবর দিয়ে হত্যা চেষ্টার প্রধান আসামী মো: সিফাত মোল্লাসহ  ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

ফরিদপুর জেলা প্রতিনিধি
Dec 21, 2024 - 18:10
 0  4
অপহরণের পর জ্যান্ত কবর দিয়ে হত্যা চেষ্টার প্রধান আসামী মো: সিফাত মোল্লাসহ  ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন মোহাম্মদ জিহাদ  মাতুব্বর ‌(১৩) কে অপহরণের পর জ্যান্ত কবর দিয়ে হত্যা চেষ্টার প্রধান আসামী মো: সিফাত মোল্লাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ‌
ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন এলাকায় বসবাসকারী 
মো: মুস্তাক মাতব্বর (৩৮), পিতা-মৃত আ: গনি মাতব্বর সাং-বড়মাধপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, দীর্ঘদিন উক্ত এলাকায় বসবাস করে আসছেন। গত ০৭ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮ টায়  তার ছেলে জিহাদ কোতয়ালী থানাধীন হোগলাকান্দি ফজল করিম মাদ্রাসায় ওয়াজ মাহফিল শোনার জন্য যায়। উক্ত মাহফিল হতে মো: সিফাতের লোকজন এসে পরস্পর যোগসাজস করে ভিকটিম জিহাদ’কে অপহরণ করে কোতয়ালী থানাধীন এলাকার বড় মাধবপুর পূর্বপাড়া কবরস্থানে নিয়ে যায়। অতপর ভিকটিম জিহাদ’কে ৫ লাখ টাকা মুক্তিপন দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।
 এরপর ভিকটিম জিহাদ তার বাবাকে ফোন দিতে অস্বীকৃতি জানালে সিফাতের লোকজন তার উপর ক্ষিপ্ত হয়ে লোহার রড, কাঠের বাটাম দিয়ে এলোপাথাড়ীভাবে মেরে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে জ্যান্ত কবর দেওয়ার জন্য তাকে কবরের ভিতর ফেলে দেয়। এরপর  জিহাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে কবর ভিতর হতে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। উক্ত ঘটনায়  জিহাদের বাবা মো: মুস্তাক মাতব্বর (৩৮), পিতা-মৃত 
আ: গনি মাতব্বর, সাং-বড়মাধপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় 
মো: সিফাত মোল্লা (২৮)সহ ০৬ জন এবং অজ্ঞতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দয়ের করেন। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে সিফাতসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।  
উল্লেখিত শিশু অপহরণের মামলার বিষয়টি আমলে নিয়ে র‌্যাব-১০,সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল  আসামীদের দ্রুত ‌গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। 
এরই ধারাবাহিকতায় গতকাল  রাত আনুমানিক সাড়ে ৯ টায়  র‌্যাব-১০,সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১ এর সহযোগীতায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকা হতে জ্যান্ত কবর দিয়ে হত্যা চেষ্টার প্রধান আসামী ১। মো: সিফাত মোল্লাসহ (২৪), পিতা-হালিম মোল্লা, সাং-হোগলাকান্দি, ২। সজল শেখ (১৯),পিতা-মৃত আসাদ শেখ, সাং-মৃগী,উভয় থানা--কোতয়ালী,জেলা-ফরিদপুরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow