অবৈধ ব্যবসায়ীদের দখলে ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট রোড এর ফুটপাত
ব্রাহ্মণবাড়িয়া শহরের সুপার মার্কেটের সামনে অবস্থিত কোট রোড, এটি একটি ব্যস্ততম রাস্তা ব্রাহ্মণবাড়িয়া শহরবাসীর জন্য। এ রাস্তার মাধ্যমে প্রতিদিন বহু মানুষ শহরের ভিতরে চলাচল করে,, শর্টকাট এবং কম সময়ের মধ্যে শহরে ঢুকার জন্য এটাই একমাত্র রাস্তা,,কিন্তু কিছুদিন যাবত কিছু অবৈধ ব্যবসায়ী এবং শহরের কিছু প্রতাপশালী লোকদের কারণে এই ফুটপাত এখন বিলীন হওয়ার পথে,, এখন নামমাত্র রাস্তাটাই অবস্থিত আছে,, ফুটপাত পুরোটাই অবৈধ ব্যবসায়ী দখলে আছে। শহরের নিরীহ মানুষ গুলো তাদের কারণে রাস্তায় চলাচলে অনেক কষ্টের সম্মুখীন হচ্ছে,, যার কারণে এখন ফুটপাত ছেড়ে রাস্তায় চলাচল করতেছে এতে যেকোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে।এই সমস্যা থেকে সমাধানের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং খুব দ্রুত এই জটিল সমস্যার যেন একটা নির্দিষ্ট সমাধান হয়,, যাতে শহরের নিরীহ মানুষ গুলো তাদের পথ চলাচল এর জন্য একটা নির্দিষ্ট ফুটপাত পেতে পারে।
What's Your Reaction?