অবৈধ মদসহ ধৃত যুবলীগ নেতা, মারধরের পর সোপর্দ পুলিশে

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Apr 17, 2025 - 12:26
 0  4
অবৈধ মদসহ ধৃত যুবলীগ নেতা, মারধরের পর সোপর্দ পুলিশে

নোয়াখালীর সদর উপজেলায় চোলাই মদসহ নাছির উদ্দিন টিটু (৪৩) নামের এক যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তিনি অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪-৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানান, টিটু মেম্বার দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বুধবার সন্ধ্যায় হঠাৎ এলাকায় দেখা গেলে স্থানীয় কিছু লোকজন তাকে মাদকসহ ধরে ফেলেন এবং উত্তেজিত হয়ে মারধর করেন। পরে পুলিশে খবর দিলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ, টিটু মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক ছিলেন। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল এবং কিশোর গ্যাংয়ের পেছনে মদদদাতার ভূমিকায় থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়রা দাবি করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় কেউ মুখ খুলতে সাহস পেত না।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই টিটুকে মারধর করে ফাঁসানো হয়েছে। তার ভাষায়, “শুধু যুবলীগের রাজনীতি করার কারণেই টিটুকে মাদকসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি মাদকের সঙ্গে জড়িত নন।”

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “স্থানীয়রা টিটুকে চোলাই মদসহ ধরে আমাদের খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে।”

আপনি চাইলে প্রতিবেদনটিতে আর কোনো দিক বাড়িয়ে দেওয়া বা ভাষাগতভাবে পরিবর্তন করা যেতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow