অভিযোগের ১০ দিন পর থানায় মামলা, উদ্ধার হয়নি ৭ম শ্রেণীর শিক্ষার্থী

ফুলবাড়িয়া(ময়মনসিংহ)প্রতিনিধি
Sep 24, 2024 - 20:45
 0  4
অভিযোগের ১০ দিন পর থানায় মামলা, উদ্ধার হয়নি ৭ম শ্রেণীর শিক্ষার্থী

 ময়মনসিংহের সদর উপজেলায় প্রেম প্রত্যাখ্যান করায় ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে স্থানীয় শ্রাবন (১৯) নামের বখাটে যুবক জোরপূর্বকের সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার ১০ দিন পর মামলা নিয়েছে পুলিশ। মামলা রুজ্জুর চার দিন অতিবাহিত হলেও এখনো উদ্ধার করতে পারেননি অপহৃত শিক্ষার্থীকে। 

ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই মাঠপাড় এলাকায়। এ ঘটনায় অপহৃত শিক্ষার্থীর মা মমতাজ বেগম বাদী হয়ে ২০ সেপ্টেম্বর শ্রাবনসহ ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২ থেকে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার বাদি মমতাজ বেগম জানান, আমার মেয়ে চুরখাই হাজী সিরাজ আলী মহিলা মাদ্রাসায় ৭ম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। বেশ কিছুদিন যাবত মাদ্রাসায় আসা যাওয়ার পথে বখাটে শ্রাবন তার সহপাঠিদের নিয়ে আমার মেয়েকে প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মাদ্রাসার সামনে এসে পৌছলে ওৎ পেতে থাকা বখাটে শ্রাবন ওর বন্ধুদের সহায়তায় আমার মেয়েকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে চলে যায়। এ ঘটনায় ঐ দিন রাতে থানায় এসে অপহৃতের বড় ভাই জাকারিয়া বাদি হয়ে ছোট বোন অপহতের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর পুলিশ মামলা এফআইআর না করে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের টালবাহানার ১০ দিন পর গত ২০ সেপ্টেম্বর অপহৃত শিক্ষার্থীর মা বাদি হয়ে মামলা দায়ের করলে ময়মনসিংহ কোতয়ালী মডেল থানায় মামলা নং-৩৫, ২০-০৯-২৪ ইং রুজ্জু হয়। মামলা রুজ্জুর ৩ দিন পর সোমবার রাতে বাড়ি ফেরার পথে অপহরণকারীর পরিবারের লোকজন মামলা তুলে নেয়ার হুমকী দিয়ে অপহৃত শিক্ষার্থীর বড় ভাই জাকিয়াকে মারধর করার অভিযোগ উঠেছে। 
মামলার ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার এস আই কুমোদলাল দাস বলেন, আসামীরা বাড়ি ছেড়ে পালিয়েছে। মেয়েকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow