আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায়, ১ জনকে জরিমানা

জান্নাত আক্তার,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি
Feb 8, 2025 - 22:39
 0  6
আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায়, ১ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন উপজেলার ধরখার ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ধরখার ইউনিয়নের বেশ কিছু জায়গা থেকে কৃষি জমির উপরি ভাগের মাটি কেটে কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকার ইটভাটায় নিয়ে যাচ্ছে একটি চক্র। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযান চালানো হয়। এতেও মাটি কাটা বন্ধ হয়নি। বিষয়টি নিয়ে দৈনিক যায় যায় দিনসহ বেশ কয়েকটি দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসন আবারো তৎপর হয়। এখন নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow