আখাউড়া ইমিগ্রেশন দিয়ে সীমিত পরিসরে যাত্রী পারাপার শুরু

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Aug 7, 2024 - 18:31
 0  4
আখাউড়া ইমিগ্রেশন দিয়ে সীমিত পরিসরে যাত্রী পারাপার শুরু
ব্রাহ্মণবাড়িয়া ইমিগ্রেশন পুলিশের কর্মবিরতির কারণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফের সীমিত পরিসরে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম শুরু হয়েছে। 
বুধবার ৭ আগস্ট দুপুর ১ টা থেকে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসার যাত্রী পারাপার কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মোঃ খায়রুল আলম জানান, নিরাপত্তা নিশ্চিত করণসহ বিভিন্ন দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছেন। বুধবার সকাল ১০ টা থেকে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সদস্যরা একই দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন। এতে করে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর মানবিক কারণে যাত্রীদের ভোগান্তি নিরসনে দুপুর ১ টা থেকে ফের যাত্রী পারাপার শুরু হয়। তবে বাংলাদেশি যাত্রীদের মধ্যে শুধুমাত্র গুরুতর অসুস্থ মেডিকেল ভিসাধারী যাত্রীদের ভারত গমনের সুযোগ দেয়া হচ্ছে। ট্যুরিস্ট এবং বিজনেস ভিসার যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে বলে জানান ইনচার্জ খায়রুল আলম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow