আগুন নিলো ঘর, নদী নিলো সন্তান, রুমায় শোকের ছায়া

বান্দরবানের থানচির শংঙ্খ নদীতে ডুবে প্রাণ গেল ২য় শ্রেনির শিক্ষার্থী। এর আগে আগুনে পুরে ছাই হলো ঔ শিক্ষার্থীদের ঘরবাড়ী। দুইটি ঘটনাকে কেন্দ্র করে রুমা ও থানচি দুই উপজেলা ডাকছৈ পাড়া এবং কোওয়াসে পাড়ার মধ্যে শোকের ছায়া নেমে পড়ে।
১৫ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪ টা সহপাটিদের নিয়ে শংঙ্খ নদীতে গোসল করার সময় নদীতে ডুবে প্রাণ গেল এক শিক্ষার্থী। ঔ শিক্ষার্থী থানচি বলিপাড়া ইউনিয়নের দাকছৈ পাড়া বৌদ্ধ বিহারে থেকে বলিপাড়া বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণি ছাত্র ছিলেন। স্থানীয়রা শিশুটি মরদেহ শংঙ্খ নদী থেকে উদ্ধা করা হয়েছে।
ঔ শিক্ষার্থী রুমা উপজেলা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে কোওয়াসে পাড়া বাসিন্দা উসিং মারমা এর সন্তান উশৈমং মারমা (০৮), দাকছৈ পাড়া বাসিন্দা মংপ্রু হেডম্যান বলেন,
গত ২২শে জানুয়ারি দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঔ শিশুর পিতা মাতা নিরুপায়ের আমাদের গ্রামে বিহারে ভান্তে শিশুটি পিতার বড় ভাই সুবাদে ছেলেটাকে গত মাসে লেখা পড়া করার জন্য রেখে দেন।
শিশুটি পরিবারের সাথে আমাদের গ্রামে অনেক আত্বীয় থাকায় রুমা থানচি দুই উপজেলার দুই গ্রামের মাঝে শোকের ছায়া নেমে আসে। বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, আমরা থানচি থানা এবং শিশুটি পরিবারের পিতা- মাতাকে মুঠোফোনে জানানো হয়েছে। শিশুটি অভিবাবক পৌছলে পরিবারের নিকট পুলিশের উপস্থিতিতে তার মৃতদেহ হস্তান্তর করা হবে। ২ উপজেলার ২ গ্রামের মধ্যে গভীর শোকের ছায়া নেমে পড়েছে সেটি উপলব্ধি করতে পারছি।
উল্লেখ্য যে, গত ২২শে জানুয়ারি ২০২৫ দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রুমা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কোওয়াসে পাড়ার দুই পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
What's Your Reaction?






