আগৈলঝাড়ায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
Apr 17, 2025 - 12:05
 0  7
আগৈলঝাড়ায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের কুয়াতিয়ারপাড় গ্রামের সোহাগ মোল্লার স্ত্রী শারমিন পাপড়ি বেগম দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ একটি দল অভিযান চালায়। এসময় বাকাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৈকত বাড়ৈর ঘেরের পাড় থেকে পাপড়ি বেগমকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

ওই রাতেই এসআই ওমর ফারুক বাদী হয়ে পাপড়ি বেগমের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে বুধবার (১৬ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow