আগৈলঝাড়ায় মারধর ও মোটরসাইকেল ভাংচুর মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেফতার

মো: মনিরুজ্জামান,আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি
Feb 24, 2025 - 18:48
 0  18
আগৈলঝাড়ায় মারধর ও মোটরসাইকেল ভাংচুর মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। থানাসূত্রে জানা যায়, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে ২০২২ সালের ১৩ নভেম্বর গৈলা বাজারে আওয়ামীলীগের নেতাকর্মীরা বেধরক মারধর করে তার মোটরসাইকেল ভাংচুরসহ মোটরসাইকেল নিয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে ওই মামলার আসামী উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুল হক মন্টুকে শনিবার রাতে নিজ বাড়ি বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করেন। রোববার সকালে গ্রেফতারকৃতকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা বজলুল হক মন্টুকে ছাত্রদল নেতা রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ছিনতাই ও ভাংচুরের মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow