আজিজুর মিঠুর বিরুদ্ধে ‘বানোয়াট অভিযোগে’ প্রতিবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে কথিত এক দলিল লেখকের ওপর হামলার ঘটনায় বেগমগঞ্জ দলিল লেখক সমবায় সমিতির আহ্বায়ক আজিজুর রহমান মিঠুর বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে প্রতিবাদ সভা করেছেন দলিল লেখকরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেগমগঞ্জ চৌমুহনী দলিল লেখক সমিতির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক আজিজুর রহমান মিঠু। সভায় আরও উপস্থিত ছিলেন দলিল লেখক আলতাব হোসেন, আমির হোসেন, মমিন খান, ইমাম হাসান সবুজ, রিয়াজ মোরশেদ, ফখরুল ইসলাম, ফয়েজ আহমেদ, বাহার উদ্দিন মেম্বার, জামাল উদ্দিন, রিপন শামসুদ্দিন, নান্নু সরোয়ারসহ অনেকেই।
বক্তারা বলেন, আহ্বায়ক মিঠুর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
আজিজুর রহমান মিঠু সভায় বলেন, “আমি চেষ্টা করেছি ফ্যাসিস্ট সরকারের দোসরদের হাত থেকে এই সমিতিকে রক্ষা করতে এবং বঞ্চিতদের নিয়ে একটি আধুনিক সমিতি গড়তে। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরও তাদের পেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে।”
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত হোক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, দোষীদের আইনের আওতায় আনা হোক।”
What's Your Reaction?






