আত্রাইয়ে অবৈধ ইটভাটা ভেঙে দিল প্রশাসন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Mar 19, 2025 - 12:56
 0  3
আত্রাইয়ে অবৈধ ইটভাটা ভেঙে দিল প্রশাসন

নওগাঁর আত্রাই উপজেলার বিষ্ণপুর গ্রামে পরিবেশ অধিদপ্তরের অনুমোদনবিহীন একটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইটভাটাটির চিমনি ও কিলন আংশিক ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে সেটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

অবৈধ ইটভাটাটির মালিক মো. সিদ্দিকুর আলী, যিনি স্থানীয়ভাবে সিদ্দিকুর আলী মেম্বার নামে পরিচিত। তার ইটভাটার নাম ছিল O.S.B ব্রিকস্। পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, ইটভাটা পরিচালনার জন্য বৈধ ছাড়পত্র থাকা বাধ্যতামূলক হলেও, কোনো অনুমোদন ছাড়াই তিনি এটি পরিচালনা করছিলেন।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন যে, ইটভাটার ধোঁয়া ও বায়ুদূষণ আশপাশের গ্রামবাসীর স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছিল। অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসফিকুর রহমান আবরার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন এবং বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় অবৈধ ইটভাটার দৌরাত্ম্য বন্ধ হবে এবং পরিবেশ দূষণ হ্রাস পাবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষার স্বার্থে সকল ইটভাটা মালিককে সরকারি নিয়মনীতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow