আত্রাইয়ে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Mar 10, 2025 - 15:49
 0  10
আত্রাইয়ে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদের আয়োজনে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার-এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান যুগে তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন করে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও জানান, প্রশিক্ষণে ৩০ জন বেকার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে, যেখানে তাদের হাতে-কলমে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে শেখানো হবে। এই প্রশিক্ষণ ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম, প্রধান শিক্ষক আজিম উদ্দিন, প্রশাসনিক অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, প্রভাষক আবু রেজা ও সঞ্জয় কুমার দত্ত প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow