আত্রাইয়ে আবারও বাঁধ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
Jul 9, 2024 - 18:29
 0  22
আত্রাইয়ে আবারও বাঁধ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাইয়ে আবারও বাঁধ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার হাটকালুপাড়া- ফতেপুর বাঁধের হাটকালুপাড়া আমজাদ হোসেন কবিরাজের মিলের পূর্ব পার্শ্বে বাঁধটি ধসে যায়। 

জানা যায়,গত কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ফকিন্নী নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। ওই নদীর তীর দিয়ে আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন জুড়ে বাঁধ রয়েছে। 

এলাকাবাসীর অভিযোগ ওই বাঁধ কেটে নীচ দেয়ে গভীর নলকূপের পাইপ স্থাপন করেন হাটকালুপাড়া গ্রামের মিজানুর,ওহিদুর ও আমিনুল।

 এ পাইপ স্থাপনের ফলে ফকিন্নী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাইপের গোড়া দিয়ে পানি প্রবেশ করতে থাকে। এরই এক পর্যায়ে গতকাল মঙ্গলবার ভোরে ওই স্থানে বাঁধটি ধসে যায়। ফলে আত্রাইয়ের সাথে মান্দা উপজেলার ফতেপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

স্থানীয় ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বাঁধটি ধসের কারনে যোগাযোগের ব্যাপারে আমরা চরম দুর্ভোগ পোহাচ্ছি। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফাইজুর রহমান বলেন,ধসে যাওয়া স্থানটি আমরা মেরামতের কাজ শুরু করেছি। যে পাইপ স্থাপনের জন্য বাঁধটিতে ধস সৃষ্টি হয়েছে ওই পাইপ স্থাপনকারী ব্যক্তিদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow