আত্রাইয়ে এলপি গ্যাসের সিন্ডিকেট,ক্রেতারা হয়রানীর শিকার

মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
Apr 8, 2024 - 19:12
 0  17
আত্রাইয়ে এলপি গ্যাসের সিন্ডিকেট,ক্রেতারা হয়রানীর শিকার

নওগাঁর আত্রাইয়ে এলপি গ্যাসের সিন্ডিকেটের কারনে ক্রেতারা হয়রানীর শিকার হচ্ছে। ক্রেতাদের উচ্চ মূল্য দিয়ে বসুন্ধরা এলপি গ্যাস কিনতে হচ্ছে। 

জানা যায়, এ উপজলায় বসুন্ধরা এলপি (জ্বালানী) গ্যাসের কোন ডিলার নেই। রাণীনগর উপজেলার ডিলারের কাছে থেকে এ গ্যাস কিনে আত্রাইয়ের ব্যবসায়ীরা বিক্রি করে থাকেন। বসুন্ধরা এলপি গ্যাসের চাহিদা বৃদ্ধির সাথে সাথে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে গ্রাহকদের কাছে থেকে উচ্চ মূল্য হাতিয়ে নিচ্ছে। সরকার কর্তৃক নির্ধারিত মূল্য ১ হাজার ৪৪২ টাকা হলেও এ গ্যাসের প্রতি সিলিন্ডার গ্রাহকের কাছে বিক্রি করা হচ্ছে ১ হাজার ৭৫০ টাকা করে। স্থানীয় ব্যবসায়ী ছাইফুল ইসলাম বলেন, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য দিয়ে এ গ্যাস সিলিন্ডার ক্রয় করছি। সিন্ডিকেটের কারনে সরকারী মূল্যে আমরা গ্যাস পাচ্ছি না। তাই আমাদেরকে অধিক মূল্যে বিক্রি করতে হচ্ছে। বসুন্ধরা এলপি গ্যাসের স্থানীয় (রাণীনগর উপজলা) ডিলার জহুরুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্যাসের সংকট থাকায় আমাদের কাছে ঠিকমত সরবরাহ হচ্ছে না, বিধায় বাজারে কিছুটা মূল্য বৃদ্ধি হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, এ ব্যাপারে আমাকে কেউ জানায়নি। তবে আপনারা যেহেতু জানালেন,আমি বিষয়টি দেখবো। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow