আত্রাইয়ে ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 22, 2025 - 14:47
 0  3
আত্রাইয়ে ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এবং এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় বান্দাইখাড়া বাজারের আল মদিনা টাওয়ারের দ্বিতীয় তলায় এ সভার আয়োজন করে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্র্যাগিস্টস্ সমিতি (বি.সি.ডি.এস) বান্দাইখাড়া শাখা।

আত্রাই উপজেলা বি.সি.ডি.এস-এর সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে এবং হাটকালুপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শিশির সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কার্যালয় ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক শাকিব আহম্মেদ।

তিনি বলেন, “ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর যথাযথ বাস্তবায়ন এবং এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ঔষধ ব্যবসায়ীদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার যেমন স্বাস্থ্যঝুঁকি তৈরি করে, তেমনি এর বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলে। তাই প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “এই আইন বাস্তবায়নের মাধ্যমে ভেজাল ও অননুমোদিত ঔষধ ও কসমেটিকস পণ্য বাজার থেকে দূর করতে পারলে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন ঔষধ প্রশাসনের ঔষধ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, আত্রাই উপজেলা শাখার বি.সি.ডি.এস-এর সহ-সভাপতি সুশান্ত কুমার, স্থানীয় ঔষধ ব্যবসায়ী মো. আকরাম হোসেন সরদার, মো. আবুল কালাম ও মো. হাসান আলী প্রমুখ।

সভায় স্থানীয় ঔষধ ব্যবসায়ী, কেমিস্ট এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সহযোগিতা করেন বান্দাইখাড়া শাখার বি.সি.ডি.এস নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow