আত্রাইয়ে কথিত কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Mar 11, 2025 - 23:00
 0  11
আত্রাইয়ে কথিত কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে কথিত কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাসুন্দা গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান, কাসুন্দা গ্রামের রাকিবুল হাসানের ছেলে হৃদয় মৃধা বাড়ি নির্মাণের জন্য পার্শ্ববর্তী এলাকায় মাটি খনন করছিলেন। খননের সময় মাটির নিচ থেকে প্রায় ২ কেজি ৬৫ গ্রাম ওজনের একটি পাথরের মূর্তি দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ রাতেই মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে।

তবে মূর্তিটি সত্যিই কষ্টি পাথরের কি না, তা এখনো পরীক্ষা করা হয়নি। বিষয়টি নিশ্চিত হতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান ওসি সাহাব উদ্দীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow