আত্রাইয়ে কাফনের কাপড় পাঠিয়ে যুবলীগ নেতাকে হত্যার হুমকি
নওগাঁর আত্রাই উপজেলার হাতিয়াপাড়া গ্রামে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে আব্দুস ছালাম (৩৪) নামের এক যুবলীগ নেতাকে হত্যা হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৪ জুন) আত্রাই থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
আব্দুস ছালাম সাহাগোলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলার হাতিয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। আব্দুস ছালাম জানান, তার সঙ্গে একই গ্রামের আহাদ আলীর ছেলে বানেজ আলীর (৩৭) মামলা চলছে। মামলার জের ধরে বৃহস্পতিবার বিকেলে গ্রামের একটি চা-স্টলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময় বানেজ আলী তাকে নানানভাবে হুমকি ধামকি দিয়ে চলে যান। গতকাল শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য দরজা খুলে বের হতেই দেখতে পান দরজার সামনে কাফনের কাপড় পড়ে আছে এবং কাপড়ের ওপর একটি চিরকুট রয়েছে। যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বানেজ আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন যুবলীগ নেতা হাফেজ আব্দুস ছালাম।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, কাফনের কাপড় ও চিরকুট লিখে হত্যার হুমকির ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুস ছালাম। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে।
What's Your Reaction?