আত্রাইয়ে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নওগাঁর আত্রাই উপজেলার ৩নং আহসানগঞ্জ ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০ জানুয়ারি) বিকেলে উপজেলার সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়।
৩নং আহসানগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো.একরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মিন্টু খামারুর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষক সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মো.রেজাউল ইসলাম রেজু, জেলা কৃষক দলের আহ্বায়ক মো.মমিনূল ইসলাম চঞ্চল, সদস্য সচিব এটিএম ফিরোজ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,কামরুল হাসান সাগর,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আব্দুল জলিল চকলেট,উপজেলা ছাত্র দলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলম,বিএনপি নেতা আব্দুস সালাম।
সমাবেশে আরো বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সভাপতি মো.আশরাফুল ইসলাম, সদস্য সচিব আয়ূব আলী,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট,ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক, মো.ওমর ফারুক, আহসানগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো.অন্তর ইসলাম প্রমূখ।
What's Your Reaction?