আত্রাইয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহত পরিবারের মাঝে জামাতের অর্থ সহায়তা প্রদান
কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে নিহত নওগাঁর আত্রাইয়ের মেধাবি ছাত্র ফাহমিদ জাফর ও ব্যাবসায়ী শাখিল আনোয়ার কে জামাতের পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
রোববার (১১ আগষ্ট) সকালে নিহতদের কবর জিয়ারত শেষে পরিবারদের মাঝে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নিহতদের পরিবারের হাতে অর্থ তুলে দেন নওগাঁ জেলা জামাতের আমীর খন্দকার আব্দুর রাকিব।
আত্রাই উপজেলা জামাতের আমীর পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা জামাত কর্মপরিষদ সদস্য আবু শিহাব, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যান সভাপতি আশাদুল্লাহ আল গালিব, উপজেলা জামাতের সদস্য ইয়াকুব আলী, জামাতের বিশা ইউপি সভাপতি মাহমুদুল হাসান শাকিলসহ পাঁচুপুর, বিশা ও শাহাগোলা ইউনিয়ন জামাত-শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জানা যায়, উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের আবেদ আলীর ৫ সন্তানের মধ্যে মৃত শাখিল আনোয়ার ছিলেন ১ম সন্তান। তিনি ঢাকায় ব্যাবসা করতেন। গত ৫ আগষ্ট সরকার পতনের আন্দোলনে গিয়ে মারা যান তিনি। এছাড়া তারাটিয়া গ্রামের শেখ জাফরের তিন ছেলের মধ্যে মৃত ফাহমিদ ছিলেন সবার ছোট। তিনি টঙ্গী সরকারী কলেজে পড়াশোনা করতেন।গত ১৮ জুলাই বৈশম্য বিরোধী আন্দোলনে মারা যান তিনি।
What's Your Reaction?