আত্রাইয়ে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন পত্র দাখিল

মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
May 2, 2024 - 18:37
 0  24
আত্রাইয়ে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন পত্র দাখিল

নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের ছিল শেষ দিন। এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আলহাজ্ব মো. এবাদুর রহমান প্রামাণিক, সনৎ কুমার প্রামাণিক, মোছা. মমতাজ বেগম, মো. আক্কাছ আলী প্রামাণিক, মো.আজিজুর রহমান পলাশ, শেখ মো. একরামুলবারী রঞ্জু, মো. আলমগীর হোসেন বাবর ও মো. মহাতাব উদ্দিন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মো. হাফিজুল শেখ, মো. আফছার প্রামাণিক ও মো. আব্দুর রাজ্জাক মন্ডল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী, মোছা. মিতু বানু, মোছা. শামছুন নাহার, রওশন আরা পারভিন ও মোছা. মেরিনা আকতার।

উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো.ইমরান হোসেন বলেন, এ উপজেলায় মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ মে. মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহন ২৯ মে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ১৫২ জন। এর মধ্যে পুরুষ ৮৬ হাজার ৩৭২ এবং মহিলা ৮৩ হাজার ৩৭৮ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ২ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow