আত্রাইয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত
নওগাঁর আত্রাইয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।
উপজেলা প্রতিবন্ধী সহায়তা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা পিএম কামরুজ্জামানের সঞ্চালনায় জন্ম ওমৃত্যু নিবন্ধনের উপর গুরোত্বরোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপি,আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন মন্ডল,মোঃ খবিরুল ইসলাম, ইউপি সহকারী সচিব আল-আমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার,পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর প্রমুখ।
What's Your Reaction?