আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে ক্রীড়ার গুরুত্ব এবং যুব সমাজের উন্নয়নে খেলাধুলার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার এবং সাবেক ছাত্র প্রতিনিধি মো. তারেক আহমেদ সম্রাট প্রমুখ।
What's Your Reaction?






