আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাই উপজেলায় 'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪' উপলক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১শে জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়া হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করেন উপজেল মৎস্য দপ্তর। "নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যে ৩১শে জুলাই সারাদেশের নাই আত্রাই উপজেলায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। আলোচনা সভায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড: ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি হিসেবে আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আরা বেগম উপস্থিতছিলেন।
বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার , আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম,স্থানীয় মৎস্য জীবি অজিত কুমার, মৎস্য চাষী খোরশেদ আলম প্রমুখ। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম নিয়ে আলোচনা করেন বক্তারা।
এছাড়াও উপজেলার প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিদের নিয়ে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জাতীয় মৎস্য সপ্তাহে যে সকল কার্যক্রম হাতে নেয়া হয়েছে তার বিস্তারিত বর্ননাও তুলে ধরা হয়েছে। এসময় আত্রাই উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?