আত্রাইয়ে দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
নওগাঁর আত্রাইয়ে দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি সভা বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন,ওসি মোঃ শাহাবুদ্দীন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি,ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন খান তোফা,মোঃ নাজিম উদ্দীন,পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ,শ্রী বরুণ কুমার,পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণমাধ্যম কর্মী প্রমুখ। এবারে উপজেলায় মোট ৪৬ টি পুজা মন্ডুপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?