আত্রাইয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি রিংজাল ও বানা জব্দ
নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী রিংজাল ও বানা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এসব জাল ও বানা জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়।
আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, উপজেলার কাঁশিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জোড়া সাঁকো এলাকা থেকে ১ হাজার মিটার বানা এবং ৪০০মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিংজাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল এবং বানা আগুনে ভস্মিভূত করা হয়।
এ সময় আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
What's Your Reaction?