আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী

মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
Aug 14, 2024 - 21:42
 0  4
আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে নওগাঁর আত্রাইয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে আত্রাই থানা বিএনপি ও যুবদল। 

বুধবার (১৪ আগস্ট) সকালে থানা বিএনপির দলীয় কার্যালয় থেকে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।

এ সময় থানা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, আহবায়ক কমিটির সদস্য, তছলিম উদ্দিন, আব্দুল মান্নান সরদার, ফারুখ বক্স, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন, ছাত্রদলের সদস্য সচিব আদর, যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম, সানোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী সদস্য সচিব মনোনয়ন হোসেন লোটাস, কৃষক দলের নেতা আসাদুজ্জামান বুলেট, আয়ূব আলী, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী বাবু, সম্পাদক ফারুখ হোসেন ও আব্দুস সালামসহ অনুষ্ঠানে থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সকল ইউনিয়ন বিএনপির নেতৃবৃদ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্ষমতা হারানোর পর আওয়ামীলীগ আবারো ষড়যন্ত্র করছে। তারা সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে। বিএনপি রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow