আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু

আত্রাই(নওগাঁ)প্রতিনিধি
Mar 27, 2025 - 23:04
 0  32
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়নের সন্ন্যাসবাড়ি গ্রামের মো.খোকার ছেলে দিনমজুর আতিকুল ইসলাম (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর অনুমান ১টা ২০ মিনিটে রানীনগর উপজেলার ধনোপাড়া গ্রামে রাজমিস্ত্রীর কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আতিকুল ইসলাম একটি নির্মাণস্থলে কাজ করছিলেন। কাজের সময় অসতর্কতাবশত বা বৈদ্যুতিক নিরাপত্তা বিধি না মেনে চলার কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

আতিকুল ইসলাম পেশায় দিনমজুর ছিলেন এবং এক সন্তানের জনক। তাঁর মৃত্যুতে পরিবার আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত। স্ত্রী ও শিশু কন্যাসন্তানসহ পরিবারের সদস্যরা এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।

এ ঘটনায় গ্রামবাসী গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই বিদ্যুতের অনিরাপদ লাইন ও নিরাপত্তা ব্যবস্থার অবহেলার কথা তুলে ধরে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মো.বুলবুল আহমেদ বলেন,"বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনা এবং অসচেতনতায় এমন ঘটনা বারবার ঘটছে।আমরা জরুরি ভিত্তিতে নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।" 

রাণীনগর থানার অফিসার ইনচার্জ হাফিজ মোহাম্মদ রায়হান এর সাথে কথা হলে তিনি বলেন,খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow