আত্রাইয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত 

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি
Nov 18, 2024 - 19:45
 0  8
আত্রাইয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত 

নওগাঁর আত্রাইয়ে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ ও শতভাগ উপস্থিতি নিশ্চিতকরনে আত্রাই উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ১৮ নভেম্বর সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি মায়েদের উদ্দেশ্যে মেয়েদেরকে বাল্যবিয়ে না দিতে অনুরোধ জানান। পাশাপাশি সন্তানদের সুসন্তান হিসাবে গড়ে তুলতে ধর্মীয় আদর্শে আদর্শায়িত করে সৎ চরিত্রের গুনাবলির মাধ্যমে তাদের মূল্যবোধ ও দায়িত্ববান হিসাবে গড়ে তোলার আহবান জানান। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন, পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার। সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সিনিয়র শিক্ষক প্রনব কুমার ঘোষ, রুহুল আমীন, অর্জুন কুমার প্রামানিক, আব্দুর রউফ বক্তব্য দেন।পরে ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় ব্র্যাক ওয়াশ কর্মসূচি নওগাঁ জেলার সমন্বয়ক স্বপন কুমার, উপজেলা টেকনিক্যাল অফিসার মাহবুবুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার সুজিত কুমার মন্ডল, মাহবুবা তালুকদার, সুইটি সরকার উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow