আত্রাইয়ে শিক্ষক ছনি সরকারের উদ্যোগে গাজায় গণহত্যার প্রতিবাদে দোয়া মাহফিল

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 12, 2025 - 23:18
 0  10
আত্রাইয়ে শিক্ষক ছনি সরকারের উদ্যোগে গাজায় গণহত্যার প্রতিবাদে দোয়া মাহফিল

গাজায় চলমান নির্মম গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং শান্তি ও ন্যায়ের প্রত্যাশায় মহান আল্লাহর দরবারে প্রার্থনার আয়োজন করেন নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছনি সরকার।

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বান্দাইখাড়া হাফিজিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে তাঁদের স্মরণে এবং আল্লাহর সাহায্য কামনায় পবিত্র আল-কোরআন ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ উপহার দেন ছনি সরকার।

এ সময় হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং-এর সুপার, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক হাবিবুল্লাহ, বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের লাইব্রেরিয়ান জহরুল ইসলাম, প্রতিভা কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক বাদশা প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow