আত্রাইয়ে শিক্ষার্থীদের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিতে প্রতিটি বিদ্যালয়ে মানচিত্র

নওগাঁর আত্রাই উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্র স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় পরিচয়বোধ এবং ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ইউএনও মো. কামাল হোসেন বলেন, “বিদ্যালয় প্রাঙ্গণে মানচিত্র স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সীমানা, নদ-নদী, ঐতিহাসিক স্থান ও প্রশাসনিক বিভাগ সম্পর্কে বাস্তব ধারণা পাবে। এটি তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ও দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করবে।”
উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার জানান, ইতোমধ্যে আত্রাই উচ্চ বিদ্যালয়, দ্বীপচাঁদপুর রফাতুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, গুড়নই সিনিয়র মাদ্রাসা এবং বিয়াম স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে মানচিত্র স্থাপন সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি বিদ্যালয়গুলোতেও এ কাজ শেষ করা হবে।
স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষাবিদরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে মানচিত্র স্থাপন শিক্ষার্থীদের ভৌগোলিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলবে।”
এদিকে, আত্রাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে চালু করা হয়েছে ‘স্টুডেন্ট অব দ্য ডে’ কর্মসূচি এবং জরুরি তথ্য প্রদানের জন্য স্থাপন করা হয়েছে ‘আলাপন বোর্ড’। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
What's Your Reaction?






