আত্রাইয়ে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সুধী সমাবেশ

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুকটিগাছা বাজারে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় আত্রাই থানা পুলিশের উদ্যোগে স্থানীয় বণিক সমিতির কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন। তিনি বলেন, “বর্তমানে পুলিশ অপরাধ দমনে তৎপর এবং প্রতিটি অপরাধের রহস্য উদঘাটনে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সমাজের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কেবল পুলিশের পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। বিশেষ করে মাদক, বাল্যবিবাহ ও চুরি প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হলে বৈষম্য দূর করে পারিবারিক বন্ধন দৃঢ় করতে হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মুঞ্জুরুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন রকেট, আত্রাই থানার সাব-ইন্সপেক্টর মো. সাজেদুর রহমান, এএসআই মামুনুর রশীদ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মো. আছির উদ্দিন, মো. আজাহার আলী, মো. আব্দুল জলিল, মো. সালাম হোসেন ও আলহাজ্ব মো. শহিদুল ইসলাম।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
What's Your Reaction?






