আত্রাইয়ে সীতাতলার মেলায় লটারির নামে ভূয়া কুপন বিক্রি করে প্রায় ২০ লক্ষ টাকার প্রতারণা 

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি
Jan 17, 2025 - 22:07
 0  2
আত্রাইয়ে সীতাতলার মেলায় লটারির নামে ভূয়া কুপন বিক্রি করে প্রায় ২০ লক্ষ টাকার প্রতারণা 

নওগাঁর আত্রাইয়ে পৌষসংক্রান্তি উপলক্ষ্যে ঐতিহাসিক সীতাতলার মেলায় লটারির নামে ভূয়া কুপন বিক্রি করে মেলা কতৃপক্ষের যোগসাজসে প্রায় ২০ লক্ষ টাকা প্রতারণা করেছে একটি মহল। 

জানা যায়,উপজেলার জামগ্রামে গত মঙ্গলবার থেকে শুরু হয় ঐতিহাসিক সীতাতলার মেলা। এ মেলাকে কেন্দ্র করে সরকারি কোন প্রকার অনুমতি ছাড়াই  লটারির আয়োজন করে একটি মহল। জামগ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে লটারির বিপুল পরিমাণ টিকিট বিক্রি করে। 

২০ টাকা মুল্যের টিকিটে প্রথম পুরস্কার মোটরসাইকেলসহ ৪২ টি পুরস্কার ঘোষণা করা হয়। এদিকে মেলার শেষ দিন গত বৃহস্পতিবার রাতে লটারি ড্র অনুষ্ঠানের কথা থাকলেও তারা গড়িমসি করতে থাকেন।  

এক পর্যায়ে ঘোষণা করা হয় লটারি টিকিট বিক্রেতারা পালিয়ে গেছেন । এতে টিকিট ক্রেতারা হতাশ হয়ে পড়েন এবং তাদের মাঝে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

উপজেলার জামগ্রামের রতন মোল্লা,আব্দুল মান্নান, আবুবকর সিদ্দিকসহ শত শত টিকেট ক্রেতারা বলেন আমাদের শতবছরের ঐতিহাসিক সীতাতলার মেলায় এবারে নতুন করে প্রতারণা করার জন্য শ্রী শ্রী সীতা দেবীবমেলার ঐতিহ্যকে প্লান করে দেওয়া হয়েছে। লটারির টিকিট বিক্রির টাকা আনুমানিক ২০ লক্ষ টাকার উপরে হতে পারে। 

মেলা কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্যের যোগসাজশে লটারি বিক্রির টাকাগুলো ভাগবাটোয়ারা করে স্থানীয় লোকজনের সঙ্গে প্রতারণা করেছেন তারা।সোরভি নামে লটারির টিকেট ক্রেতা এক মহিলা বলেন,

পৌষসংক্রান্তি ঐতিহাসিক সীতাতলার মেলায় এবারে যে প্রতারণা বা জালিয়াতি আমাদের সঙ্গে করা হয়েছে এমন ঘটনা শত বছরে কোন দিনও ঘটেনি,আমরা এ প্রতারণার বিচার চাই। 

মেলা উদযাপন কমিটির সভাপতি ইউপি সদস্য রুহুল আমিনের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বলেন, বিষয়টা আমি এখনই জানলাম। এ বিষয়ে কেউ আমাকে অবগত করেনি বা কেউ কোন প্রকার অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow