আত্রাইয়ে ৩ কিলোমিটার সড়কের বেহাল দশা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 18, 2025 - 16:07
 0  18
আত্রাইয়ে ৩ কিলোমিটার সড়কের বেহাল দশা

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া সিদ্ধেশ্বরী মোড় থেকে সামাদের মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহন চালকরা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও কার্পেটিং উঠে গিয়ে কাঁচা রাস্তার মতো হয়ে গেছে। বর্ষাকালে পানি জমে চলাচল একেবারে দুর্বিষহ হয়ে ওঠে। আর শুষ্ক মৌসুমে ধুলার কারণে পথচারীদের চোখ-মুখ খোলা দায় হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি বান্দাইখাড়া, সিদ্ধেশ্বরী ও সামাদের মোড়সহ আশপাশের কয়েকটি গ্রামের একমাত্র আত্রাই সদরের সঙ্গে সংযোগ সড়ক। প্রতিদিন শত শত মানুষ—including স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবী—এই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন।

সামাদের মোড় এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘এ রাস্তায় মোটরসাইকেল চালাতে গিয়ে প্রায়ই পড়ে গিয়ে আহত হচ্ছেন চালকেরা। অনেক শিশু স্কুলে যেতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।’

একই এলাকার গৃহবধূ রাবেয়া খাতুন বলেন, ‘বছরের পর বছর ধরে রাস্তাটির এই অবস্থার কথা বললেও কেউ কর্ণপাত করছে না।’

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি মেরামতের জন্য একাধিকবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

এ বিষয়ে আত্রাই উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। যোগদানের পর রাস্তাটি সরজমিনে দেখে একটি প্রকল্প প্রস্তাব তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন হলে দ্রুত সংস্কারের কাজ শুরু করা হবে।’

তবে এলাকাবাসীর দাবি, কোনো ধরনের দীর্ঘসূত্রিতা না করে অবিলম্বে সড়কটি সংস্কার করতে হবে। তা না হলে জনদুর্ভোগ আরও চরমে পৌঁছাবে। এ নিয়ে হাটকালুপাড়া ইউনিয়নের বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow