আমরা তোমাকে ভুলবো না, আছিয়া

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Mar 14, 2025 - 00:06
 0  4
আমরা তোমাকে ভুলবো না, আছিয়া

সংবাদে যখন জানতে পারলাম, ছোট্ট আছিয়া আর আমাদের মাঝে নেই, তখনই মনে হলো—সবকিছু দুমড়ে-মুচড়ে গেল। টুকরো হয়ে গেল হৃদয়। জীবনসংগ্রামে টিকে থাকতে পারেনি আমাদের ছোট্ট আছিয়া।

কিন্তু কেন? কী দোষ ছিল তৃতীয় শ্রেণির এই শিশুটির? কেন আমরা তাকে রক্ষা করতে পারলাম না?

হিংস্র কিছু মানুষরূপী পশুর নির্মম নির্যাতনের শিকার হলো আমাদের ছোট্ট আছিয়া। যে শিশুটির এখন বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, যার এখন উচ্ছ্বল হাসিতে পৃথিবী রাঙানোর কথা, সে কেন এমন নিষ্ঠুর পরিণতির শিকার হলো?

আমরা কি পারবো দ্রুত সময়ের মধ্যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে?

আছিয়া, আমরা তোমাকে ভুলবো না। তুমি আমাদের হৃদয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে।

এখনই সময়—আর কোনো আছিয়াকে হারাতে দেব না। আমাদের সমাজের ছোট্ট সোনামনিদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরই নিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow