আমরা যেন ঘুড়ির মত স্বপ্নগুলো লালন করতে পরি,আর বই আমাদের পরিবর্তন করে -- জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার
ঘুড়িগুলো আমাদের স্বপ্নের মত,ঘুড়িগুলো উড়াতে আমাদের খুব ভালো লাগে।ঘুড়িটি নিয়ন্ত্রণ করতে ভালো লাগে।কিন্তু সুতাটি যখন কেটে যায়, ছিড়ে যায় তখন আমাদের কষ্টের মতো মনে হয়। মনে হয় আমাদের জীবনের স্বপ্নগুলো হাতের মুঠো থেকে বের হয়ে গেল। আমরা যাতে এই ঘুড়ির মতো স্বপ্নগুলো লালন করতে পারি, সুন্দর মতো নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের জীবন ঘুড়ির মতো স্বপ্নে উড়াই,আবার লালনও করি।এভাবে জীবনাচরণ যেন পালন করতে পারি। মাদকাসক্ত ও মোবাইল আসক্ত থেকে দূরে থাকতে এ ধরনের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। আর বই আমাদের পরিবর্তন করে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে আয়োজিত অমর একুশে গ্রন্থ মেলা ও বর্ণিল এক ঘুড়ি উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ এসব কথা বলেন।। ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বি,এম, কুদরত এ খুদার সভাপতিত্বে বিশিষ্ট লেখক ও সংগীত শিল্পী জাহিদ হাসান ও পলাশ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস,এম, হাবিবুর রহমান, ভাঙ্গা পৌর মেয়র আবু রেজা মোঃ ফয়েজ,সাবেক ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, বর্তমানে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার নির্বাহী অফিসার আজিম উদ্দিন রুবেল। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া,ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন সহ বিভিন্ন অফিসার বৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। বক্তারা বলেন, আয়োজন ও গুনীজনদের দেখে খুব ভালো লেগেছে। ঘুড়ি উড়ানোর দৃশ্য দেখে মনে হয়েছে যেন কিছু সময়ের জন্য তারা যেন শৈশবে ফিরে গেছেন।
এ ধরনের আয়োজন মাঝে মাঝেই হওয়া দরকার বলে তারা মনে করেন। নানা স্মৃতি স্মরণ করে তারা বলেন, “বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ও বর্তমান প্রজন্মের সঙ্গে আগামী প্রজন্মের মেলবন্ধন ঘটানোর জন্য এ ধরনের আয়োজন। এ ছাড়া বাঙালির ঐতিহ্যকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও আয়োজনের লক্ষ্য।
মোঃ সরোয়ার হোসেন
What's Your Reaction?