আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় ২ জন আহত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 20, 2024 - 14:18
 0  6
আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় ২ জন আহত 

ফরিদপুরের আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় ২ জন আহত  হয়েছেন। 

বুধবার  রাত ৯ঃ৪৫ মিনিটে আলফাডাঙ্গা উপজেলার  বারুইপাড়া গ্রাম সংলগ্ন রাস্তায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেনের অনুসারীদের হামলায় ২ জন গুরুতর আহত হয়। 
আহতরা হলেন -১) রিপন সরদার (৩০) ,পিতা-বাচ্চু সরদার, ২) আজিজার শেখ, পিতা-আইয়ুন উদ্দিন উভয়ের গ্রাম
-বারুইপাড়ায় 
পরবর্তীতে স্থানীয়রা  আহত ব্যক্তিদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
 বর্তমানে আহত ব্যক্তিরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ব্যাপারে  আহতরা জানান  গত ৫ জুন  উপজেলা নির্বাচনের আলফাডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান জাহিদ ব্যাপারীর পক্ষে ভোট করায় বর্তমান উপজেলা চেয়ারম্যান কাজী মনিরুল হক এর  সমর্থক আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন অনুসারীরা ক্ষিপ্ত হয়ে রিপন সরদার ও আজিজার শেখ কে দেশীয় অস্ত্র রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow