আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে ‘এসো হে বৈশাখ’ গানের সুরে নববর্ষকে স্বাগত জানানো হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেন।
সকাল সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহানুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী আয়োজিত নানা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউএনওসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’সহ নানা বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত দর্শনার্থীরা।
What's Your Reaction?






