আলফাডাঙ্গায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মিনার নির্মাণের উদ্বোধন

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্মিত নান্দনিক ও দৃষ্টিনন্দন মিনার নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পৌরসভার অর্থায়নে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
পরে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি কুতুবউদ্দিন ফরিদীর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শেষ হয়।
জানা গেছে, প্রায় ১৫০ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত এ ঈদগাহ মাঠটি আলফাডাঙ্গা উপজেলার মধ্যে বৃহত্তম। এখানকার ঈদের জামাতে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজারো মুসল্লি অংশগ্রহণ করে থাকেন। পাশাপাশি পার্শ্ববর্তী বোয়ালমারী, কাশিয়ানী, মোহাম্মদপুর ও লোহাগাড়া উপজেলার মুসল্লিরাও ঈদের নামাজ আদায় করতে এখানে সমবেত হন।
ঈদের দিন আবাল-বৃদ্ধ-বনিতা ধর্মপ্রাণ মুসল্লিরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মুনাজাতে অংশ নেন। প্রতিবছরই মুসল্লির সংখ্যা বাড়ছে।
কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “ঈদগাহ মাঠটি অত্যন্ত চমৎকার। এটিকে আরও দৃষ্টিনন্দন করতে একটি আধুনিক মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মে মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশা করছি। আধুনিক ঈদগাহ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি।”
What's Your Reaction?






