আলফাডাঙ্গায় নবনিযুক্ত শিক্ষকদের সংবর্ধনা

ফরিদপুরের আলফাডাঙ্গায় নবনিযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নবনিযুক্ত ১৪ জন সহকারী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং টেলিভিশন, ল্যাপটপ, দেওয়াল ঘড়িসহ আইসিটি-ভিত্তিক বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। তিনি নবনিযুক্ত শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিশুদের শিক্ষার প্রথম ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক স্তরে। প্রাথমিক বিদ্যালয় থেকেই যদি কোমলমতি শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচর্যা করা যায়, তাহলে ভবিষ্যতে তারাই দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসবে।’
তিনি আরও বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মাহিদুল হক।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টার দিকে জেলা প্রশাসক উপজেলার আলফাডাঙ্গা কোয়ালিটি স্কুলের উদ্বোধন করেন।
What's Your Reaction?






