আলফাডাঙ্গায় মাদকের ছোবল থেকে বাঁচতে সচেতনতামূলক আলোচনা সভা

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Apr 28, 2025 - 12:50
 0  10
আলফাডাঙ্গায় মাদকের ছোবল থেকে বাঁচতে সচেতনতামূলক আলোচনা সভা

মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেয়। এটি জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, পরিবারের সম্প্রীতি নষ্ট করে এবং সামাজিক অবক্ষয় ডেকে আনে। মাদকাসক্তি আত্মঘাতী প্রবণতার মতোই জীবনকে দুর্বিষহ করে তোলে। এমন বাস্তবতায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফলিয়া ও পানিপাড়া গ্রামের বাসিন্দারা মাদকের ছোবল থেকে রক্ষা পেতে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছেন।

রবিবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ফলিয়া বাজারে অনুষ্ঠিত এ সভায় মাদক নির্মূলের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। মাগরিবের নামাজের পর শিক্ষার্থীদের বাহিরে না থাকার আহ্বান জানানো হয়। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে প্রশাসনের কাছে হস্তান্তর, মাদকাসক্তদের উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং যুবসমাজকে সচেতন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে প্রশাসনের যথাযথ সহযোগিতার প্রত্যাশায় ফরিদপুরের পুলিশ সুপার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর আবেদনপত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মুক্তিযোদ্ধা আক্তার খালাসীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জিয়াউল হাসান নান্টু, ইমরুল হাসান, এম এম জামসেদ হোসেন নয়ন, খবির মিয়া, মনিরুজ্জামান মনির এবং মাওলানা আব্দুর রহমান প্রমুখ। দুই গ্রামের শতাধিক মানুষ এ সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “এলাকাকে মাদকমুক্ত করতে যা কিছু প্রয়োজন, আমরা যুবসমাজের পাশে থেকে তা করবো। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা পেলে অল্প সময়ের মধ্যেই এলাকাকে মাদকমুক্ত করা সম্ভব।”

তারা আরও বলেন, “মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মূলে মাদকই অন্যতম কারণ। পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সক্রিয় ভূমিকা রাখতে হবে।” বক্তারা প্রত্যেক পরিবারকে মাদক প্রতিরোধে আরও সচেতন ও দৃঢ় অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভা শেষে সিদ্ধান্ত হয়, এলাকার সচেতন যুবসমাজ প্রতিদিন রাতে মাদক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থানে পাহারা দেবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow