আলফাডাঙ্গায় কৃষককে হাতুড়ি পেটানোর অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় সবজি নিয়ে বাজারে যাওয়ার পথে সেলিম শেখ (৪৭) নামে এক কৃষককে হাতুড়ি পেটানোর অভিযোগ পাওয়া গেছে আপন ভাগ্নের বিরুদ্ধে।
এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগী সেলিম শেখ চার জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেলিম শেখ উপজেলার টগরবন্দ ইউনিয়নের চর আজমপুর এলাকার মৃত. হবিবর রহমান শেখের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, সেলিম শেখের সঙ্গে জমিজমা নিয়ে তার আপন ভাগ্নে একই এলাকার বাসিন্দা বখতিয়ার শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সবশেষ গত শনিবার সকাল ১১ টার দিকে সেলিম শেখ তার নিজের ক্ষেতের বেগুন বিক্রি করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী গোপালপুর বাজারে আসতেছিলেন। পথিমধ্যে ঘটনার সময় বাজড়া পশ্চিমপাড়া খেয়াঘাটের চৌরাস্তা এলাকায় আসলে বকতিয়ার শেখের নেতৃত্বে আবিদ শেখ, অন্তু শেখ, ইব্রাহিম সিকদারসহ আরও কয়েকজন সেলিম শেখের ওপর অতর্কিত হামলা চালায়। হাতুড়ি দিয়ে সেলিম শেখের শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত সেলিম শেখ বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।
এবিষয়ে অভিযুক্ত বখতিয়ার শেখের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






