আলফাডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

"তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’ শ্লোগানে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি )সকাল ১১ দিকে উপজেলা প্রশাসন কার্যালয় সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।এরপর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে বক্তব্য দেন, সহকারী কমিশনার( ভূমি ) রাহানুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইন, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন,আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, হৃদয় আলফাডাঙ্গা এডমিম মিয়া রাকিবুল প্রমুখ।
সময় বক্তারা বলেন, স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত সেবা পাবেন। বক্তারা স্থানীয় সরকারের সকল সুযোগ-সুবিধা যেন জনসাধারণ নিশ্চিতভাবে পায় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
What's Your Reaction?






