আলফাডাঙ্গায় পরীক্ষাকক্ষে দেয়ালঘড়ি, লাইট ও বাল্ব বিতরণ

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Apr 7, 2025 - 23:21
 0  11
আলফাডাঙ্গায় পরীক্ষাকক্ষে দেয়ালঘড়ি, লাইট ও বাল্ব বিতরণ

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরীক্ষাকেন্দ্রের প্রতিটি কক্ষে দেয়ালঘড়ি, রিচার্জেবল লাইট ও এলইডি বাল্ব বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় ইউএনও রাসেল ইকবাল বলেন, “মোবাইল ফোনের প্রতি নির্ভরতার কারণে আমাদের ঘড়ি দেখার স্বাভাবিক অভ্যাস হারিয়ে গেছে। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষাকক্ষে দেয়ালঘড়ি টানানো হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের কথা মাথায় রেখে রিচার্জেবল লাইট ও এলইডি বাল্বও সরবরাহ করা হয়েছে।”

উপজেলা প্রশাসনের এ ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, অভিভাবক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ স্থানীয় সুধীজনেরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow