আলফাডাঙ্গায় ফসলের ভাগ নিয়ে বিরোধে শ্রমিককে কুপিয়ে জখম

ফরিদপুরের আলফাডাঙ্গায় সেচের জমির ফসলের ভাগ নিয়ে বিরোধের জেরে আব্দুল জব্বার কাজী (২৭) নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বুধবার (২ এপ্রিল) দুপুরে পৌর এলাকার নগরকান্দায় এ ঘটনা ঘটে।
আব্দুল জব্বার কাজী বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন আলফাডাঙ্গা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও পৌর এলাকার নগরকান্দা গ্রামের মো. ওহিদ কাজীর ছোট ছেলে।
জানা গেছে, কয়েক মাস আগে ওহিদ কাজী নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে আবু বক্কার শেখের পেঁয়াজের জমিতে শ্যালোমেশিন দিয়ে সেচ দেন। তবে বুধবার দুপুরে আবু বক্কার শেখ আগের চুক্তি অনুযায়ী ওহিদ কাজীকে ভাগ না দিয়ে একতরফাভাবে জমি থেকে পেঁয়াজ তুলতে থাকেন। বিষয়টি জানতে পেরে ওহিদ কাজী সেখানে গিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে আবু বক্কার শেখের নেতৃত্বে নয়ন শেখ, হাফিজুর শেখ, কামাল সরদার, জামাল সরদারসহ আরও কয়েকজন মিলে ওহিদ কাজীকে মারধর করে। বাবাকে রক্ষা করতে তার ছেলে আব্দুল জব্বার ছুটে গেলে হামলাকারীরা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় আব্দুল জব্বারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
এ ঘটনায় বুধবার রাতেই আহত আব্দুল জব্বার কাজী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত আবু বক্কার শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে আহত আব্দুল জব্বার কাজী বলেন, "আমার ভাগের পেঁয়াজ জোরপূর্বক তুলতে থাকলে আমার বৃদ্ধ বাবা বাধা দেন। এ সময় তারা বাবাকে মারধর করলে আমি ঠেকাতে যাই। তখন তারা আমাকে ঘিরে ধরে কেউ কিল-ঘুষি মারে, কেউ দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়।"
বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন আলফাডাঙ্গা শাখার সভাপতি শহিদুল ইসলাম এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি।"
এ বিষয়ে জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর-রশীদ বলেন, "আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
What's Your Reaction?






