আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Mar 15, 2025 - 15:28
 0  10
আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

"টেকসই জীবনধারায় একটি ন্যায়সঙ্গত রূপান্তর"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুর ১২টায় উপজেলার কালিবাবু রোডে অবস্থিত ক্যাবের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ক্যাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার।

উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মিয়া রাকিবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এম এম মহিউদ্দিন আহমেদ এবং আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা ক্যাবের সহ-সভাপতি ফারুক মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, কাজী জসিমউদ্দীন কাকুল, অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক হাদী বেলায়েত হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাওন সর্দার।

সভায় বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে, যাতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে প্রয়োগ করা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow