আলফাডাঙ্গায় বিস্ফোরক আইনে একজন গ্রেপ্তার

আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি
Jan 16, 2025 - 22:47
 0  21
আলফাডাঙ্গায় বিস্ফোরক আইনে একজন গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও আড়াই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ মামলার বিষয়টি  নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৫ জানুয়ারী) পৌর এলাকার বুড়াইচ পূর্বপাড়ার বাসিন্দা ইদ্রিস সর্দারের ছেলে লাভলু সর্দার বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলাটি করেন। লাভলু সর্দার স্থানীয় বিএনপি’র সমর্থক বলে জানা গেছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুসা মিয়া, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার, আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটোসহ আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৭০ নেতাকর্মী।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০২৪ সালের ১৩ আগস্ট শেখ হাসিনা দেশে ফিরছেন এমন খবরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসামীরা আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় যানবাহন ভাংচুর করে দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করে ককটেল ও হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এছাড়া আসামিরা বিএনপির নেতাকর্মীদের খুন জখমের হুমকি প্রদান করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এদিকে বুধবার রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ২০ নম্বর আসামি মো. ইকবাল জিহাদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। ইকবাল জিহাদ পৌর এলাকার ইছাপাশা এলাকার তফসির উদ্দীন শেখের ছেলে। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ  জানান, মামলায় রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow