আলফাডাঙ্গায় মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কলেজছাত্রের আত্মহত্যা

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Apr 14, 2025 - 16:13
 0  106
আলফাডাঙ্গায় মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কলেজছাত্রের আত্মহত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের সঙ্গে অভিমান করে নাহিদ বিশ্বাস (১৭) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। মোটরসাইকেল কিনে না দেওয়ায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামে নিজ বাড়িতে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে।

নিহত নাহিদ বিশ্বাস ফরিদপুর মুসলিম মিশন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে বেলবানা গ্রামের মোস্তাক আহমেদের ছেলে। নিহতের পিতা ঢাকায় ব্যাটালিয়ান আনসারে চাকরি করেন। মা লাকি বেগমের সঙ্গেই গ্রামের বাড়িতে বসবাস করতো নাহিদ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে নাহিদ তার মায়ের কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে। এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর সোমবার সকালে মায়ের সঙ্গে অভিমান করে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

নাহিদের মা লাকি বেগম ছেলের ঘরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজায় ধাক্কাধাক্কি করেন। পরে চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নাহিদের মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, “বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। এটি আত্মহত্যার ঘটনা নিশ্চিত হওয়ায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow